নিউইয়র্ক: বাংলাদেশের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বর ব্যক্তিগত তথ্য ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে সংরক্ষিত অভ্যন্তরীণ গোপন নথি সংগ্রহে এফবিআই’র সাবেক এক এজেন্টকে ঘুষ দেওয়ার কথা আদালতের কাছে স্বীকার করেছেন বাংলাদেশি তরুণ রাজীব আহমেদ সিজার (৩৫)।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্কের হোয়াইটপ্লেনে ফেডারেল কোর্টের সাউদার্ন ডিস্ট্রিক্ট বিচারক ভিনসেন্ট এল ব্রিককেট্টি’র সামনে রাজীব এ স্বীকারোক্তি দিয়েছেন।
রাজীবের সহযোগী জোহানেস থালেরও (৫১) একই স্বীকারোক্তি দিয়েছেন আদালতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী সজীব ওয়াজেদ জয় সম্পর্কে তথ্য বের করতেই রাজীব ওই ঘুষ কেলেঙ্কারীতে জড়িয়ে পড়েন বলে তখনই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়।
এবার আদালতে নিজেই বিষয়টি স্বীকার করে নিলেন রাজীব।
রাজীব ও থালের দুজনেই কাউন্টার ইন্টেলিজেন্সের সাবেক কর্মকর্তা রবার্ট লাস্টিকের সঙ্গে এ ঘুষ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। এদের তিন জনের বিরুদ্ধেই আদালতে চার্জ গঠন করা হয়েছে।
বিস্তারিত আসছে...
বাংলাদেশ সময় ১০১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪