ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

অবৈধদের বৈধতায় ওবামার ঘোষণা

শিহাবউদ্দীন কিসলু ,স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪
অবৈধদের বৈধতায় ওবামার ঘোষণা প্রেসিডেন্ট ওবামা

নিউইয়র্ক: টেলিভিশন ভাষণের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সুংবাদ দেবেন প্রেসিডেন্ট ওবামা। ‍

নিউইয়র্ক সময় বৃহস্পতিবারই এ ঘোষণা দেওয়া হবে বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়।



হোয়াইট হাউজের মুখপাত্র জজ আর্নেস্ট জানিয়েছেন, বুধবার রাতে হোয়াইট হাউজের এক নৈশভোজে ১৮ জন ডেমোক্রেট প্রতিনিধির সাথে  ইমিগ্রেশন নীতিমালা নিয়ে আলোচনা করবেন প্রেসিডেন্ট ওবামা।  

বৃহস্পতিবার লাস ভেগাসে স্তানয়ি ডেমোক্রেট প্রতিনিধির প‍ুনঃনির্বাচনের ঘোষণার অনুষ্ঠানে যোগদানের আগে প্রেসিডেন্ট ওবামা টেলিভিশনে অবৈধ অভিবাসীদের ডিপোর্টেশন বন্ধ এবং বৈধতায় ক্ষেত্রে তার নির্বাহী আদেশ ঘোষণার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে অবৈধ ৫ মিলিয়ন অভিবাসীর ডিপোর্টেশন বন্ধ এবং তাদের অধিকাংশই ওয়ার্ক পারমিট পেতে যাচ্ছে এই নির্বাহী আদেশে।

তবে হোমল্যান্ড সিকিউরিটি কর্তপক্ষ  এ খবরে আশঙ্কা প্রকাশ করেছে। তারা বলছে এত করে অবৈধ অভিবাসীদের সংখ্যা  আবারো বেড়ে যেতে পারে।

এছাড়া মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসীদের অনাকাঙ্খিত প্রভাবও দেখা যেতে পারে।

এদিকে , গত আগস্টে রয়টার্সের এক জনমত জরিপে দেখা যায়, ৭০ ভাগ আমেরিকান মনে করেন অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। আর ৬৩ ভাগ মনে করেন অভিবাসীরা যুক্তরাষ্টের অর্থনীতির জন্য বোঝা  স্বরূপ।

 প্রেসিডেন্ট ওবামার এই পরিকল্পনা সম্পর্কে জ্ঞাত হোয়াউট হাউজ প্রশাসনিক এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ