ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে বিজয় সমাবেশ ও আনন্দ মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
নিউইয়র্কে বিজয় সমাবেশ ও আনন্দ মেলা

নিউইয়র্ক: মহান বিজয় দিবস উপলক্ষে জ্যাকসন হাইসটের ডাইভারসিটি প্লাজায় ‘বিজয় সমাবেশ ও আনন্দ মেলা’র আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৪টায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের উদ্যোগে এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় সম্মিলিতভাবে এ মেলার আয়োজন করা হয়।



১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণ উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় জাতীয় পতাকা উত্তোলন ও সম্মিলিতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।

এরপর জাতির জনকের প্রতিকৃতিতে ও একাত্তরের শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
 
যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও বিচারের রায় কার্যকরসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত আসরাফুজ্জামান খানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দণ্ড কার্যকর করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গঠনের  শপথ গ্রহণ করা হবে।

সবশেষে দেশের গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সমাবেশে ও আনন্দ মেলায় যোগদানের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ