ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের ভিসা ফি এইচএসবিসি নয় ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
যুক্তরাষ্ট্রের ভিসা ফি এইচএসবিসি নয় ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে

ঢাকা: বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকারের জন্য এইচএসবিসি ব্যাংক ফি জমা বা এমআরভি (ভিসা) রশিদ ইস্যু করবে না।

রোববার (১ ফেব্রুয়ারি) থেকে এই দায়িত্ব থাকবে ইস্টার্ন ব্যাংকের ওপর।



ভিসা অ্যাপয়েণ্টমেণ্ট বুকিং এর জন্য ফি জমা দেওয়া এবং এমআরভি ফির রশিদ দেবে এই ব্যাংক।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার।

দেশের বিভিন্ন স্থানে ইস্টার্ন ব্যাংকের ৫৯টি শাখা রয়েছে। এই শাখার যে কোনওটিতে ফি জমা দেওয়া যাবে।

বিস্তারিত জানতে http://www.ustraveldocs.com/bd এই ওয়েবসাইট ব্রাউজিংয়ের পরামর্শ দিয়েছে আমেরিকান সেন্টার।

যারা এরই মধ্যে এইচএসবিসি ব্যাংকে ফি জমা দিয়ে রশিদ নিয়েছেন তাদের ওই রশিদ আগামী এক বছর মেয়াদে বৈধ থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময় ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ