গত ২ মার্চ যুক্তরাষ্ট্রে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ভয়েস অব আমেরিকার সংবাদকর্মী, কলাকুশলী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন।
৪৪টি ভাষায় পরিচালিত সংবাদমাধ্যমটির বিভিন্ন সেকশনের কর্মরতরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন।
অনুষ্ঠানে আমেরিকান মুল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিভাগের পরিচালক আকবর আয়াজি।
যখন মূল মঞ্চে বক্তৃতা এবং ভিডিও প্রদর্শন হচ্ছিলো তখন একপাশে রাখা ক্যানভাসে ছবি আঁকছিলেন ভিওএ কুরডিশ বিভাগের লুকমান আহামেদ। একই সঙ্গে পরিবেশিত হচ্ছিলো এরিক ফেল্টনের লাইভ মিউজিক শো। এছাড়া অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
টিআই