এক দুই বছর নয়, পুরো ৬১ বছর ঘুমাননি তিনি। ১৯৬২ সাল থেকে তার স্ত্রী ছেলে-মেয়ে তাকে কখনও ঘুমাতে দেখেননি।
থাই এনজকের বয়স এখন ৮০। তিনি দাবি করেন, এক রাতে তিনি জ্বরে পড়েন। তারপর থেকেই তার ঘুম চিরদিনের মতো উধাও হয়ে যায়। তিনি মৃত্যুর আগে অন্তত একবার ঘুমাতে চান।
বিশেষজ্ঞদের মতে, এই রোগের না ইনসমনিয়া বা অনিদ্রা। এর কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু এনজকের তেমন কোনও শারীরিক সমস্যা নেই। তিনি দিব্যি সুস্থ সবল আছেন। এই বয়সেও তিনি ঘোরাফেরা, কাজকর্ম, চাষাবাদ সবই করেন। পান করেন গ্রিন টি এবং রাইস ওয়াইন।
তিনি জানান, অনেক কাজ করলেও তিনি ক্লান্ত হন না। বেশি পান করলে এক-দুই ঘণ্টা শুয়ে থাকেন।
তিনি জানান, তিনি দেশি মদ তৈরির কাজ করেন এবং রাত দুটা তিনটা পর্যন্ত ডিউটি করেন। অনেক মানুষ বিদেশ থেকে এসে তার ঘুম না হওয়া পরীক্ষা করে অবাক হয়ে গেছেন বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
নিউজ ডেস্ক