ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

পাহাড়ি সিংহের সাতকাহন

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
পাহাড়ি সিংহের সাতকাহন

ঢাকা: পাহাড় থেকে পাহাড়ে বিচরণ তাদের। কখনও পাথরচূড়ায় তো কখনও একেবারে খাদে।

‘পাহাড়ি সিংহ’ বলে এদের। তবে পরিচিতি প্যান্থার, ক্যাটামাউন্ট, রেড টাইগার, ডিয়ার টাইগার, পুমা নামে।  

উত্তর ও দক্ষিণ আমেরিকা মূলত এদের বিচরণ ক্ষেত্র। তবে পুরো আমেরিকাজুড়েই এদের পাওয়া যায়। বিশ্বব্যাপী বিপন্ন তালিকাভুক্ত পাহাড়ি সিংহ ফ্লোরিডায়ও কিছু দেখা যায়।

উত্তর আমেরিকার পাহাড়ি সিংহদের প্রধান খাদ্য হরিণ। তবে ইঁদুর ও খরাগোশও শিকার করে এরা। এদের ঘ্রাণশক্তি প্রখর না হলেও দূরের জিনিস দেখা ও শোনার শক্তি অসাধারণ। ভোর ও সন্ধ্যায় এরা ভালো শিকার করতে পারে। এদের শক্তিশালী পেছনের পা ৪০-৫০ ফুট পর্যন্ত লাফাতে সাহায্য করে।

এরা শিকার করে অনেক সময় উদ্বৃত্ত খাবার পাতা অথবা মাটির নিচে চাপা দিয়ে চিহ্ন রেখে যায়। কয়েকদিন পরে এসেও খায় তারা।

মাউন্টেইন লায়ন বা পাহাড়ি সিংহরা গর্জন করে না। তবে সিংহীরা অনেক সময় সিংহকে আকৃষ্ট করতে চিৎকার করে।

এরা একবারে দুই থেকে চারটি শাবকের জন্ম দেয়। শাবকের শরীরে দাগ থাকে। তবে বয়স ৯ মাস হলে তা মিলিয়ে যায়। চোখের রংও নীল থেকে হলদেটে হয়ে যায়, যখন তারা ১৬ মাসে পড়ে। ১৮ মাস বয়সে তারা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে শেখে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
এএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।