সন্তান রাতে টানা ঘুমায় না? বার বার জেগে ওঠে বা বিরক্ত করে? বিছানা ভিজিয়ে ফেলে? এতে নিজের ঘুম নষ্ট হয়?
চিন্তা নেই, মাঝরাতে জেগে উঠে কান্না বা বাবা-মাকে বিরক্ত করা ছাড়াই শিশুকে রাতে ঘুমাতে শেখানোর জন্যও রয়েছেন পরামর্শদাতা বা কনসালট্যান্ট! যুক্তরাজ্যে গত পাঁচ বছর এ ধরনের পরামর্শদাতার সংখ্যা বিপুল হারে বেড়েছে, যারা দাবি করছেন, তারা এ কাজ ভালো পারেন।
শুধু তাই নয়, এ ধরনের পেশাদার কনসালট্যান্টদের নিয়ে রীতিমতো প্রতিষ্ঠান বা সমিতিও গড়ে উঠেছে।
জুলি ক্লিসবি বলেন, রাত বাজে দুইটা। আপনি ক্লান্ত-অবসন্ন ও নিজের বিছানায় ঘুমের জন্য কাতর হয়ে আছেন। অথচ কান্নারত সন্তানকে ঘুম পাড়াতে তার দোলনা ঠেলে বা বিছানায় বসে হাত ধরে সান্ত্বনা দিতে হচ্ছে আপনাকে। ক্ষুধায় জেগে ওঠা শিশুকে খাইয়ে, পিঠ চাপড়ে এমনকি গান গেয়েও ঘুম পাড়াতে পারছেন না। এ ধরনের অভিজ্ঞতা যে বাবা-মায়ের রয়েছে, তারা আজকাল ঘুমের পরামর্শক নিয়োগের বিবেচনা করতে পারেন।
‘১০ বা ১৫ বছর আগেও এ ধরনের পরামর্শক তেমন একটা ছিলেন না। কিন্তু যুক্তরাজ্যে তাদের সংখ্যা গত পাঁচ বছরে দ্রুত বেড়ে গেছে’। ,
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এএসআর/এসএনএস