অস্ট্রেলিয়ার ব্রিসবেনে রুটিন ট্রাফিক বিরতির সময় একজন নারীর ব্যাকপ্যাকে একটি শিশু কোয়ালা পাওয়া গেছে। ৫০ বছর বয়সী ওই নারীকে প্রকৃতি সংরক্ষণ আইনে ‘অনিষ্পন্ন বিষয়’ রাখার দায়ে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ান পুলিশ।
পুলিশ কর্মকর্তারা সন্দেহভাজন তল্লাশি চালানোর সময় ওই নারীকে জিজ্ঞাসা করেন, তার কাছে ঘোষণা দেওয়ার মতো মতো কিছু আছে কি-না।
নারীটি তখন একটি জিপ করা সবুজ ক্যানভাস ব্যাগ হস্তান্তর করে বলেন, এটির ভেতরে একটি প্রাণীর ছানা আছে।
তার দাবি, কুইন্সল্যান্ডে কুড়িয়ে পাওয়ার পর থেকে এটির দেখাশোনা করেন তিনি।
প্রায় ছয় মাস বয়সী কোয়ালা ছানাটিকে উদ্ধারের পর ব্রিসবেনের একটি পুলিশ স্টেশনে দেখাশোনা করতে নিয়ে যাওয়া হয়। পরে কুইন্সল্যান্ডের প্রাণী নিষ্ঠুরতা প্রতিরোধ রয়েল সোসাইটিকে (আরএসপিসিএ) খবর দেওয়া হলে তারা প্রাণীর ছানা সংগ্রহের একটি অ্যাম্বুলেন্স নিয়ে পুলিশ স্টেশনটিতে যায়।
পুলিশ বলছে, কোয়ালা ছানাটি সুস্বাস্থ্যের অধিকারী হলেও এর শরীরে একটি কামড়ের দাগ ছিল।
পুলিশ জানায়, এটিকে একটি অফিসিয়াল প্রাণী যত্ন প্রতিষ্ঠানকে দেওয়া হবে। আর কুইন্সল্যান্ড আরএসপিসিএ’র মুখপাত্র মাইকেল বিয়েট্টি বলেন, ‘খুব শিগগিরই যত্নকারীর কাছ থেকে নিয়ে এটিকে জঙ্গলে অবমুক্ত করে দেওয়া হবে’।
‘কোয়ালা ছানাটির ওজন দেড় কেজি। আমরা তার নাম দিয়েছি আলফ্রেড’।
কুইন্সল্যান্ডের আরএসপিসিএ বলেছে, কুড়িয়ে পেলেও কারো একটি কোয়ালা শিশুকে নিজের কাছে রাখার চেষ্টা করা উচিত নয়।
‘পশুর শরীরে আঘাতের কোনো চিহ্ন নাও থাকতে পারে। কিন্তু এর অভ্যন্তরীণ জখম থাকলে অবিলম্বে মনোযোগের প্রয়োজন থাকতে পারে। অস্ট্রেলিয়ার প্রকৃতি সংরক্ষণ আইনেও এটি সুরক্ষিত। ১ হাজার ৩০০ পশু সম্পর্কে আমাদের জরুরি হট লাইনে কল করুন’- বলেন মাইকেল বিয়েট্টি।
বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এএসআর