ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

যাত্রীবাহী বিমানে সাপ!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
যাত্রীবাহী বিমানে সাপ!

ভ্রমণকালে সবাই চান নির্বিঘ্ন নিরাপদ যাত্রা। কিন্তু তা কি আর সব সময় হয়! ভ্রমণকালে যদি দেখেন, উড়ন্ত ফ্লাইটে আপনার মাথার ওপর ঝুলছে একটি জলজ্যান্ত সাপ, তখন কেমন হবে আপনার মনের অবস্থা?

ভ্রমণকালে সবাই চান নির্বিঘ্ন নিরাপদ যাত্রা। কিন্তু তা কি আর সব সময় হয়! ভ্রমণকালে যদি দেখেন, উড়ন্ত ফ্লাইটে আপনার মাথার ওপর ঝুলছে একটি জলজ্যান্ত সাপ, তখন কেমন হবে আপনার মনের অবস্থা?

সেটাই হয়েছে এবার অ্যারোমেক্সিকোর একটি ফ্লাইটে।

গত ৬ নভেম্বর ইন্দালেচিও মেদিনা নামের এক যাত্রী হঠাৎই দেখতে পান যে, তার মাথার ঠিক ওপরে ওভারহেড লাগেজ কম্পার্টমেন্ট থেকে ঝুলছে একটি সাপ। মুহূর্তেই পুরো ফ্লাইটে ছড়িয়ে পড়ে আতঙ্ক। স্বাভাবিকভাবেই ফ্লাইটটিকে জরুরি অবতরণ করানো হয় মেক্সিকো সিটি বিমানবন্দরে।

খবর পেয়ে শহরের প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের কর্মীরা ছুটে আসেন। তারা সাপটিকে ধরে নিয়ে যান।

ইন্দালেচিও মেদিনা পুরো ব্যাপারটির ভিডিও করে তা ছেড়ে দেন টুইটারে। এ অভিজ্ঞতাকে ‘অভিনব’ বলে বর্ণনা করেছেন তিনি।

অনেক সংবাদ মাধ্যম সাপটিকে বিষধর গ্রিন ভাইপার বলে দাবি করলেও পরে অন্য কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, সেটি ছিল নির্বিষ।

কিন্তু বিষধর হোক আর নির্বিষ, উড়ন্ত ফ্লাইটে সাপ পাওয়া গেলে যাত্রীদের মধ্যে তো আতঙ্ক ছড়াবেই। আর এতে করে সংশ্লিষ্ট বিমান কোম্পানির সুনামও শিকেয় না উঠে উপায় আছে?

এ অবস্থায় চরম বিব্রত অ্যারোমেক্সিকো কোম্পানি। যাত্রীদের আশ্বস্ত করে একটি বিবৃতিও দিয়েছে তারা। সাপটি কিভাবে বিমানের ভেতর ঢুকলো এ নিয়ে তারা তদন্ত চালাচ্ছে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সে ব্যাপারে তারা সজাগ থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে।

একটি সংবাদমাধ্যম বিমানে সাপ পাওয়ার এই খবরের শিরোনাম করেছে: ‘Snake found on plane en route to Mexico City’

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘন্টা, নভেম্বর ১৫, ২০১৬
জেএম/এসএইচ/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।