সম্প্রতি হার্স্ট বিবিসির কাছে দাবি করেছেন লম্বায় ওমার ৩ ফুট ১১ ইঞ্চি (১২০ সেন্টিমিটার)। আর এই মাপ বলে দিচ্ছে এটিই বিশ্বের সবচেয়ে লম্বা বেড়াল।
ওমারের প্রিয় খাদ্য ক্যাঙ্গারুর মাংস। সান্ধ্যকালীন ভোজে সেটাই খায় এই বেড়াল। সুপারমার্কেট থেকে মানবখাদ্য উপযোগী ক্যাঙ্গারুর মাংস সংগ্রহ করে খাওয়ান হার্স্ট। তিনি বলেন, মাংস বলতে এই এক ধরনই বেড়ালটির পছন্দ।
মেইনে কুন বেড়ালটির নামে খোলা হয়েছে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট। তাতে ওমারের এখন ২১ হাজার ফলোয়ার।
মেইনে কুন বেড়ালগুলো এত বড় কেন হয়? আর কোথা থেকেই বা এরা এসেছে? সে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের মেইনেতে এদের আদি জন্ম ছাড়া আর কোনও তথ্য পাওয়া যায় না। ধারনা রয়েছে গৃহপালিত বেড়াল আর র্যাকুনের ক্রস ব্রিডে মেইনে কুন আসতে পারে। তবে সে ধারণা জীববিজ্ঞানের তত্ত্বমতে অসম্ভব। আরেকটি কথিত ধারনা হচ্ছে- ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিস্কারের আগে মেইনে একসময় ভাইকিংদের দখলে ছিলো। তাদেরই হাতে প্রতিপালিত হতো এত বড় বড় বেড়াল।
বাংলাদেশ সময় ০১৪১ ঘণ্টা, মে ১৯, ২০১৭
এমএমকে