কেননা, ভারতে এ জাতীয় জীবাশ্ম আবিস্কারের ঘটনা এটাই প্রথম। এর আগে বিশেষত দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া এবং ইউরোপের কোথাও কোথাও এ জাতীয় জলজ প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে।
প্রায় ১৮ ফুট দীর্ঘ জীবাশ্মের প্রায় পুরোটাই অক্ষত রয়েছে বলে জানিয়েছেন আবিস্কারকরা। এই জীবাশ্ম এ জাতীয় প্রাণীর বিবর্তন জানতে যেমন সহায়ক হবে, তেমনি ২৫ কোটি বছর আগে ভারতের সঙ্গে দক্ষিণ আমেরিকার কোনো জল যোগাযোগ ছিলো না সেটা জানাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
জীবাশ্মের দাঁত পরীক্ষা করে দেখো গেছে, এরা সাগরের বাস্তুসংস্থানের উপরের স্তরের শিকারী। হালের শুশুকের সঙ্গে বেশ মিল আছে এদের।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
জেডএম/