ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

গন্ডার ফেরাতে ভারতে হাতি পাঠাচ্ছে নেপাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
গন্ডার ফেরাতে ভারতে হাতি পাঠাচ্ছে নেপাল ভারতের বাল্মিকী টাইগার রিজার্ভ ফরেস্টে দুই নেপালী গণ্ডার।

ঢাকা: মাস চারেক আগে ভেসে ভারতে চলে যাওয়া দুই একশৃঙ্গী বা এক শিং বিশিষ্ট গন্ডার ফিরিয়ে নিতে এবার পোষা হাতি পাঠাচ্ছে নেপাল। এবারের বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে সীমান্ত ঘেঁষা চিতওয়ান ন্যাশনাল পার্কের অনেক গন্ডার ভেসে ভারতের উত্তর প্রদেশের বাল্মিকী টাইগার রিজার্ভ ফরেস্টে চলে যায়।

সম্প্রতি সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে বাল্মিকী রিজার্ভ ফরেস্টে ওই দুই গন্ডারের দেখা মেলে।

এর আগে ওই রিজার্ভ ফরেস্ট থেকে আরো ৮টি ভেসে যাওয়া একশৃঙ্গী গন্ডার ফিরিয়ে নিয়ে গেছে নেপাল।

উদ্ধার করেছে দুই গন্ডারের মরদেহ।  

এবার পোষা হাতিকে কাজে লাগিয়ে নতুন খোঁজ পাওয়া গন্ডার দুটিকে তাড়িয়ে  চিতওয়ান ন্যাশনাল পার্কের সংরক্ষিত অভয়ারণ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। বর্তমানে সেখানে প্রায় ৬শ’ একশৃঙ্গী গন্ডার রয়েছে। এস গন্ডার দেখতে প্রতি বছরই হাজার হাজার পর্যটক পাহাড়ি বন চিতওয়ান ন্যাশনাল পার্কে সাফারিতে যায়।

নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কে হাতির পিঠে চড়ে গন্ডার সাফারি।  বর্তমানে সারা পৃথিবীতে কেবল নেপাল এবং ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশীয় এলাকায় এই একশৃঙ্গী গন্ডারের বসবাস হয়েছে। এদের সংখ্যা এখন হাজার তিনেক হবে।

এক সময় বাংলাদেশেও এ প্রজাতির গন্ডার বাস করতো। ১৯৫০-৬০ সালে সুন্দরবন আর উত্তরবঙ্গের শাল বনে এক শৃঙ্গী গন্ডার দেখা যেতো।  

এখনো হাতির পরেই এই এক শৃঙ্গী গণ্ডারই উপমহাদেশের দ্বিতীয় বৃহৎ স্তন্যপায়ী প্রাণী।   সার্বিক বিচারে এটি বিশ্বের পঞ্চম বৃহৎ প্রাণী। আকারে আফ্রিকান গন্ডারের চেয়ে ছোটো হলেও একেকটির ওজন দেড় হাজার কেজির কম নয়।

এদের চামড়া বর্মের মতো। মোটা ও অনেকগুলো খাঁজযুক্ত। এদের ঘাড়-কাঁধ ও দেহের পাশের চামড়া স্ফীত। নারী গণ্ডারের উচ্চতা ১.৬ মিটার। ছেলে গণ্ডারের উচ্চতা ১.৮ মিটার।

তৃণভোজী এক শৃঙ্গী গন্ডার ছোট ছোট দলে চলাফেরা করে। এদের বুদ্ধিবৃত্তি অত্যন্ত নিচু স্তরের হওয়ায় অল্পতেই রেগে আক্রমণাত্মক হয়ে ওঠে। পাচারকারিরা শিং এর লোভে এদের হত্যা করে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।