খাকা বাহাদুর ভান্ডারি নামে ওই ভোটার ভোট দেওয়ার পর বলেন, নিজের পছন্দের প্রার্থীকে নিজেই ভোট দিতে পেরে আমি খুশি।
রোববারের নির্বাচনে মাগধি জেলার ১০৬টি কেন্দ্রে প্রায় ৬৫ হাজার ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।
এদিন দেশটির ৩২টি পাহাড়ি ও পার্বত্য জেলায় ফেডারেল ও প্রাদেশিক পরিষদের এই ভোট হয়। আগামী ৭ ডিসেম্বর দ্বিতীয় ও শেষ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার সকাল সাতটায় শুরু হয় ভোটগ্রহণ। তার আগে ভোর থেকে ভোটাররা জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোট কেন্দ্রে হাজির হতে শুরু করেন। অধিকাংশ ভোট কেন্দ্রে বেলা সাড়ে ১২টার মধ্যেই ৪০ শতাংশ ভোট দেওয়া হয়ে যায়। তবে অতিরিক্ত শীতের কারণে অনেক কেন্দ্রেই ভোট শুরু হয় দেরিতে। বিকেল ৫টা পর্যন্ত ভোট চলে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জেডএম/