ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

মোজার দুর্গন্ধে তুলকালাম, যাত্রীবোঝাই বাসই থানায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
মোজার দুর্গন্ধে তুলকালাম, যাত্রীবোঝাই বাসই থানায় এই সেই মোজা জোড়া।

ঢাকা: সাধের মোজাসহ জুতা জোড়া খুলে বাসের করিডোরে রেখেছিলেন এক যাত্রী। দুর্গন্ধে টিকতে না পেরে পাশের যাত্রী তাকে পরে নিতে বলেন মোজা আর জুতো জোড়া। আর তাতেই ক্ষেপে যান জুতা-মোজা ‍খুলে আয়েসে সিটে শরীর এলিয়ে আরাম খেতে থাকা যাত্রী।

মৃদু তালে শুরু হওয়া বচসা একসময় তুমুল বিতণ্ডায় পরিণত হয়। দুর্গন্ধে আপত্তি জানাতে থাকা যাত্রী এবার বলে বসেন, জানালা দিয়ে বাইরে ফেলে দিন জুতা জোড়া।

পরিস্থিতি ক্রমেই আরো বেগতিক হতে থাকে। দুভাগে ভাগ হয়ে যায় পুরো বাসের যাত্রী। উত্তাপের আঁচ ছুঁয়ে যায় বাসের চালককেও। বুদ্ধি করে এক থানার ভেতর বাস ঢুকিয়ে দেন তিনি।

পুলিশ সেই জুতা-মোজার মালিককে গ্রেফতার করলেও পরে জামিনে ছেড়ে দিয়েছে।

মজার এই বিড়ম্বনার ঘটনা ঘটে ভারতের হিমালয় রেঞ্জের প্রদেশ হিমাচল থেকে নযাদিল্লিগামী এক বাসে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।