বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, এক একটা পিঁপড়া তার নিজের ওজনের চেয়ে ২০ গুণ বা তারও বেশি ওজনের জিনিস বহন করতে পারে। সম্প্রতি বাংলানিউজের ক্যামেরায় বন্দি হয়েছে কান ছাড়া এ সামাজিক কীটের কিছু ছবি।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
এইচএ/ ।
ঢাকা: ‘পিপীলিকা, পিপীলিকা/ দলবল ছাড়ি একা/ কোথা যাও, যাও ভাই বলি।//শীতের সঞ্চয় চাই/ খাদ্য খুঁজিতেছি তাই/ছয় পায়ে পিলপিল চলি’। পিঁপড়ার পরিশ্রম সম্পর্কে এমনই বর্ণনা পাওয়া যায় নবকৃষ্ণ ভট্টাচার্যের ‘কাজের লোক’ ছড়া-কবিতায়।
বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, এক একটা পিঁপড়া তার নিজের ওজনের চেয়ে ২০ গুণ বা তারও বেশি ওজনের জিনিস বহন করতে পারে। সম্প্রতি বাংলানিউজের ক্যামেরায় বন্দি হয়েছে কান ছাড়া এ সামাজিক কীটের কিছু ছবি।