স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শর্টসার্কিটের কারণে পাখির গায়ে আগুন লাগে। তারপর পাখিটি শুকনো শস্যের মাঠে পড়ে গেলে সেখানে আগুন লাগে।
পরে ৫০ জন অগ্নিনির্বাপক কর্মী-স্বেচ্ছাসেবক এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরজন্য একটি হেলিকপ্টারের সাহায্যও প্রয়োজন হয়।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আগুনের বিস্তৃতির কারণে ৭ হেক্টর জায়গা নষ্ট হয়ে গেছে। তবে আগুনে কেউ দগ্ধ হয়নি। এখন আগুন নিয়ন্ত্রণে আছে।
স্থানীয় কর্তৃপক্ষ আগুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছে।
তবে আগুন লাগার এরকম উদ্ভট কাহিনী এটাই প্রথম নয়। চলতি বছরের মার্চ মাসে ইতালিতে তিন আমেরিকান পানি ছাড়া পাস্তা বানাতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এএইচ/আরআর