এটাও বিশেষ কিছু নয়। বিষয় হলো পেশায় কৃষক দেভারাজন তার কষ্টে গোছানো টাকা দিয়ে গাড়িটি কিনলেন ৮৮ বছর বয়সে।
চেন্নাইয়ের দেভারাজন প্রথম মার্সিডিজ গাড়ি দেখেন আট বছর বয়সে। অবশ্য তখন তিনি ব্র্যান্ডের নাম জানতেন না। কিন্তু কঠোর পরিশ্রম করে ঠিক ৮০ বছর পর সেই ব্র্যান্ডের গাড়ি কিনে পূরণ করলেন তার শখ।
মার্সিডিজ পছন্দ করার পেছনে ছিল এর তিন তারকার মতো দেখতে লোগো। বহুজাতিক এ কোম্পানিটিও দেভারাজনের গাড়ি কিনে শখ পূরণের বিষয়টি উদযাপন করে কেক কেটে। তারা একটি ভিডিও ছড়িয়ে দেয়।
শোরুমে স্ত্রীকে নিয়ে বৃদ্ধ দেভা সাদা রঙের গাড়িটির মোড়ক খোলেন। পরে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে বের করেন শোরুম থেকে।
মার্সিডিজ বেঞ্জ বি-ক্লাস কার এটি। এমপিভিশ স্টাইল হ্যাচব্যাক কারটি জার্মানির তৈরি, যেটি টল-বয় ডিজাইনের। আর এর প্রশস্ত কেবিন এই বয়সী একজন মানুষের জন্য একেবারে আদর্শ।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৮
এএ