বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দেবতা গণেশকে সন্তুষ্ট করতে প্রসাদের আয়োজনে এতো বড় লাড্ডু যোগ করা হয়।
ধুমধাম, হইহুল্লোড় আর আলোকবর্তিকার সমাহারে গণেশ পূজায় সবচেয়ে আকর্ষণীয়ভাবে থাকে প্রসাদ।
দেশটির দক্ষিণাঞ্চলে চলছে গণেশ পূজা। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) এর চতুর্থী।
দেশের দক্ষিণ-পূর্ব রাজ্য অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরি জেলার তপেশ্বরম গ্রামের সুরুচি ফুডস নামে একটি দোকানে এ লাড্ডু তৈরি করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়। এ বিষয়ে দোকানটির মুখ্যপাত্র উপালপাতি রামাভদ্র রাজু বলেন, তিন লাখ রুপি খরচ করে এই লাড্ডু তৈরি করা হয়েছে। পরে এটি পূজার তৃতীয় দিন বৃহস্পতিবার দেবতার সামনে দেওয়া হয়।
তিনি বলেন, লাড্ডুটি তৈরি করতে ২২০ কেজি চিনি, ১৪৫ কেজি ঘি, ১৭৫ কেজি ময়দা, ২৫ কেজি কাজু বাদাম, ১৩ কেজি কাঠ বাদাম, তিন কেজি এলাচি ও এক কেজি কাঁচা কর্পূর ব্যবহার করা হয়েছে।
গত বছরও এমন একটি লাড্ডু দেওয়া হয়েছিল উল্লেখ করে রাজু বলেন, গণেশকে সন্তুষ্ট করতে গত বছরও একটি লাড্ডু বানানো হয়েছিল। তবে সেটি ছিল ৫০০ কেজি ওজনের।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
টিএ