এই অনন্য প্রতিমা দেখতে ভিড় করেন অসংখ্য ভক্ত। অনেকে প্রতিমাটির সঙ্গে সেলফি তোলেন।
গণেশ চতুর্থী বা গণেশোৎসব ভারতের সর্বত্র উদযাপিত হলেও মহারাষ্ট্রে বিশেষ আনুষ্ঠানিকতার সঙ্গে তা উদযাপন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে কাদামাটি দিয়েই গণেশের প্রতিমা তৈরি করা হয়।
সম্প্রতি বেঙ্গালুরুতে গণেশপ্রতিমা তৈরি করা হয়েছে আখ দিয়ে। পূজা শেষে ওই আখগুলো জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
গণেশ চতুর্থী একটি বাৎসরিক পূজা-উৎসব যা হিন্দু দেবতা গণেশের জন্মোৎসব রূপে উদযাপিত হয়। বিশ্বাস করা হয়, এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। এ বছরের উৎসব শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। ১০ দিন ধরে চলে তা।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনএইচটি/এএ