সোমবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাতে রাশিয়ান এই দম্পতিকে আটক করা হয়।
শিশুটির অভিভাবক রাশিয়ার দুই নাগরিক ‘বাস্কার’ অর্থ্যাৎ ভাসমান সার্কাস প্রদর্শক হিসেবে জীবিকা নির্বাহ করে।
মূলত এই পোস্ট দেখেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন ও পুলিশ। এমন খেলা প্রদর্শনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সোচ্চার হতে শুরু করেন অনেকেই; প্রকাশ করেন তাদের ক্ষোভ।
কুয়ালামপুরের পুলিশ প্রধান মাজলান লাজিম জানান, সোমবার রাতে যখন এই দম্পতিকে আটক করা হয় তখনও শহরের একটি সড়কে শিশুটিকে শূন্যে ছুঁড়ে খেলা দেখানো হচ্ছিল।
এদিকে ভিডিওটি ফেসবুক থেকে না সরানোর সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এক বিবৃতিতে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ভিডিওটি আমাদের প্ল্যাটফর্ম থেকে সরানো হবে না কারণ শিশুটিকে উদ্ধারে সহায়ক হবে এই ভিডিও।
তবে এমন খেলা দেখানোয় শিশুর কোন ক্ষতি হচ্ছে না বলে দাবি করেন শিশুটির অভিভাবক। ফ্রী মালয়েশিয়া ট্যুডে (এফএমটি) নামক স্থানীয় একটি নিউজ পোর্টালকে এই দম্পতি জানান যে, শিশুটি ‘এমন খেলা নিজেই উপভোগ করে’।
আটক দম্পতিদের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে কুয়ালালামপুরের রুশ দূতাবাস। দূতাবাসের এক মুখপাত্র এফএমটি বলেন, মানুষের মনযোগ আকর্ষণের জন্য শিশুকে এভাবে শূন্যে ছোড়া মোটেও কাম্য নয়।
বাংলাদেশ সময়ঃ ০৬৪৩ ঘণ্টা ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এসএইচএস/এইচএমএস