যদিও হুইলচেয়ার নিজের সক্ষমতায় নয়, ট্রাকেরই সাহায্যে দ্রুতগতিতে ব্যস্ত রাস্তা পার হয়েছে এক মুহূর্তে।
হইলচেয়ারে বসে থাকা লোকটি কৌশলে ট্রাকের পেছনে ধরে রাখেন।
তাতে দেখা গেছে- রাস্তায় মোটামুটি গাড়ির ভিড়। কিছুক্ষণ পরপরই লেন ধরে গাড়ি আসা-যাওয়া করছে। আর এসময় ট্রাকের পেছন ধরে চলতে দেখা যায় একটি হুইলচেয়ার। ট্রাকটি অন্যান্য গাড়ি এড়িয়ে এড়িয়ে চলছিল, আর এর পেছন পেছন যাচ্ছিলো হইলচেয়ারটিও। কোনো বিপত্তি ছাড়াই হুইলচেয়ারটি অনকটা পথ অতিক্রম করে ফেলে এক মুহূর্তে। যা দেখে মহাসড়কে থাকা অন্যান্যরা স্তব্ধ হয়ে পড়েন।
সংবাদমাধ্যম বলছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার মহাসড়কে এ ঘটনা ঘটে। অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি হুইলচেয়ারে বসে ডান হাত দিয়ে ট্রাকের হোল্ডিংয়ে ধরে ফেলেন। এরপর ট্রাকের সঙ্গে সঙ্গে হুইলচেয়ারটিও দ্রুতগতিতে চলছিল।
দক্ষিণ আফ্রিকানরা বলছেন, বিষয়টি সহজ ছিল না। দক্ষিণ আফ্রিকার বেশি ব্যস্ত মহাসড়ক এটি। তার মধ্যে আবার হইলচেয়ার এবং ট্রাকটি ছিল মাঝখানের লেনে। এছাড়াও ট্রাকটি তখন ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চলছিল। সত্যিই এটি অবাক করার মতো একটি ঘটনা।
ভিডিওটি ইতোমধ্যেই হাজার হাজার মানুষ দেখেছেন। শেয়ার করেছেন অনেকে। লাইক-কমেন্টে ভরে গেছে বিভিন্ন পেজ। মজার মজার অনেক কমেন্টও লক্ষণীয়।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
টিএ/