অস্ট্রেলিয়ান ওই চঞ্চল কাকাতুয়ার এমন ‘স্মার্ট’ কাণ্ডের ভিডিওটি ছড়িয়ে পড়েছে অনলাইনে। সেই ভিডিও যাচাই করে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদমাধ্যম।
ভিডিওটিতে দেখা যায়, সাদা রঙের দুষ্টু কাকাতুয়াটি তার বাঁকানো ঠোঁট দিয়ে জানালায় থাকা শক্ত স্পাইকগুলো টেনে তুলেছে। পরে সে স্পাইক ধারালো ঠোঁটে ছোট টুকরো করে ছিঁড়ে নিচে ফেলে দিচ্ছে।
পাশের একটি ভবনের বাসিন্দা আইজাক শেরিং-তিতো তখন ওই ভবনের সামনে দিয়ে যাচ্ছিলেন। ‘স্মার্ট’ কাকাতুয়াটির কাণ্ড দেখে তার চোখ কপালে ওঠার দশা। তখনই তিনি সেই ভিডিওটি ধারণ করেন।
ভিডিওটি আইজাক অনলাইনে প্রকাশ করতেই ভাইরাল হয়ে যায়। অনেকে পাখিটার ‘বুদ্ধির’ প্রশংসা করেন। অনেকে কাকাতুয়ার চঞ্চলতার বিষয়টি স্মরণ করিয়ে দেন।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এএটি/এইচএ/