সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘটেছে এ ঘটনা। ওকালুসা কাউন্টি শেরিফের অফিস থেকে শেয়ার করা হয়েছে গ্রেফতার যুবক আর তার কর্মকাণ্ডের ছবি।
পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০ বছর বয়সী ওই যুবক ক্রেস্টভিউয়ে তার কর্মস্থলের কাছে একটি জায়গায় প্রেমিকাকে ডেকেছিলেন দেখা করার জন্য। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে মেয়েটি আরেকজনের গাড়ি নিয়ে সেখানে আসে। কিন্তু, মেয়েটি কিছু কথার জবাব না দেওয়ায় লোডারের সাহায্যে গাড়ির ওপরে ও ভেতরে একগাদা মাটি ফেলে দেয় ওই যুবক। তবে, মেয়েটি আঘাত লাগার আগেই সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গাড়ির দরজা খোলা থাকায় এর কনসোল, এয়ার ভেন্টসহ অন্য যন্ত্রাংশে মাটি ভরে গিয়ে অন্তত এক হাজার ডলার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।
পরে, মেয়েটি পুলিশের কাছে অভিযোগ করলে হান্টার মিলস নামে ওই যুবককে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
একে