এ বিপত্তি এড়াতে অভিনব এক আইডিয়া বের করেছেন ভারতের এক মোটরসাইকেল চালক। দরকারি কাগজপত্রগুলো হেলমেটের সঙ্গেই সেঁটে দিয়েছেন তিনি।
গত ১ সেপ্টেম্বর থেকে ভারতে চালু হয়েছে নতুন ট্রাফিক আইন। আগের নিয়ম বদলে এতে জরিমানা বাড়ানো হয়েছে কয়েকগুণ। এখন থেকে ইনস্যুরেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানা দিতে হবে দুই হাজার রুপি। আর মোটরসাইকেল চালকরা হেলমেট না পরলে জরিমানা এক হাজার রুপি, পাশাপাশি তিন মাসের জন্য লাইসেন্সই বাতিল হতে পারে।
বড় জরিমানার এ ঝক্কি এড়াতে আগেভাগেই সাবধান হয়ে গেছেন গুজরাটের বাসিন্দা আর শাহ।
তিনি বলেন, মোটরসাইকেলে চড়ার সময় সবার আগে আমি হেলমেট পরি। একারণে দরকারি কাগজগুলো ওটার সঙ্গেই লাগিয়ে নিয়েছি, যেন আর জরিমানা গুনতে না হয়।
সম্প্রতি তার হেলমেটের কয়েকটি ছবি টুইটারে পোস্ট করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। এরপর দ্রুতই সেগুলো ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এমন অভিনব আইডিয়ার প্রশংসাও করেছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
একে