ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

বাজি ধরে ৪১টি ডিম খেয়ে যুবকের মৃত্যু

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
বাজি ধরে ৪১টি ডিম খেয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

একবারে ৫০টি ডিম খাওয়া নিয়ে বন্ধুর সঙ্গে বাজি ধরেছিলেন সুভাস যাদব। শর্ত ছিল, খেতে পারলে তাকে দুই হাজার রুপি দিতে হবে। কিন্তু, কপাল মন্দ। বাজি জেতার কাছাকাছি গিয়ে প্রাণটাই হারাতে হলো তাকে।

সোমবার (৪ নভেম্বর) ভারতের উত্তর প্রদেশের জৌনপুরে ঘটেছে এ ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বন্ধুকে নিয়ে ডিম খেতে বিবিগঞ্জ মার্কেট এলাকায় গিয়েছিলেন ৪২ বছর বয়সী সুভাস।

কথাবার্তার একপর্যায়ে তারা বাজি ধরেন, ৫০টি ডিম খেতে পারলে সুভাসকে দুই হাজার রুপি দেবেন তার বন্ধু।

শর্তমতো ডিম খাওয়া শুরু করেন সুভাস। ৪১টি ডিম খাওয়া শেষ, আরও একটি খেতে শুরু করেছিলেন। হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।

তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরেই মারা যান সুভাস।  

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত খাওয়ার কারণেই মারা গেছেন ওই ব্যক্তি।  
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য বা অভিযোগ করেনি মৃতের পরিবার।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।