সম্প্রতি চীনের একটি চিড়িয়াখানায় পাওয়া গেছে এই বানরকে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, অনেকদিন থেকেই চীনের চাংঝউ শহরের ইয়ানচেং ওয়াইল্ড অ্যানিম্যাল ওয়ার্ল্ডে কাজ করেন এলভি মেংমেং নামে এক নারী।
পরে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ওই নারী রুম থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বানরটি ফোন হাতে নিয়ে নাড়াচাড়া করছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়টাতেই সে অনলাইনে পণ্য কেনার অর্ডার করে।
এলভি মেংমেংয়ের বিশ্বাস, বানরটি তাকে দেখে দেখেই ফোন ব্যবহার করে অনলাইনে অর্ডার করা শিখেছে।
তিনি বলেন, বানরটি আমার কাছেই বড় হয়েছে। আমি ফোনে গেম খেলতে পছন্দ করি, এধরনের সময় সে (বানর) কাছেই থাকে। সে নিশ্চয় আমাকে টাওবাও’তে (চীনা অনলাইন ওয়েবসাইট) অর্ডার করতে দেখেছে।
মেংমেং জানান, বানরের দেওয়া ওইসব পণ্যের অর্ডার তিনি বাতিল করছেন না। কারণ, সে যেগুলো অর্ডার করেছিল, তার সবই নিত্য প্রয়োজনীয় জিনিস।
এর আগে, গত আগস্টে একটি বানর পানিপানের পর ট্যাপ বন্ধ করার ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
একে