শনিবার (১৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, উত্তর প্রদেশের পুলিশ লাইনে দায়িত্বরত ছিলেন উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রতাপ। সেখান থেকে তাকে বদলি করা হয়েছে বিঠোলি থানায়।
এ পুলিশ কর্মকর্তা বলেন, আমার বদলি আরআইয়ের (রিজার্ভ ইন্সপেক্টর অব পুলিশ) স্বৈরশাসনের কারণে হয়েছে। এসএসপি আমাকে পুলিশ লাইনেই থাকতে বলেছিলেন। কিন্তু, আরআই জোর করে আমাকে বিঠোলি থানায় বদলি করেছেন।
একারণে পুলিশ লাইন থেকে বিঠোলি থানা পর্যন্ত দৌড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এসআই বিজয়। তিনি সংবাদমাধ্যমকে বলেন, এটাকে রাগ বলুন বা দুঃখ, আমি দৌড়েই বিঠোলি যাবো।
এদিকে, তার দৌড়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায় উত্তর প্রদেশের পুলিশ ও প্রশাসনিক মহলে। ইতোমধ্যে ঘটনার তদন্তও শুরু করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
একে