তাতে সুধা মূর্তিকে নিজের শিক্ষা ও কর্মজীবন নিয়ে নানা রকম স্মৃতিচারণ করতে দেখা যায়। সংক্ষিপ্ত কথায় জীবন, জগত ও সমাজ সম্পর্কে নিজের অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এ লেখিকা।
কর্নাটকের হাবলিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন সুধা। তিনি জানান, সেখানে ভর্তির সময় প্রিন্সিপাল তাকে তিনটি শর্ত দেন। প্রথমটি হলো- সবসময় শাড়ি পরে কলেজে যেতে হবে। দ্বিতীয় শর্ত ছিল- কখনোই ক্যান্টিনে যাওয়া যাবে না। আর তৃতীয়টি হলো- কোনো ছেলের সঙ্গে কথা বলা যাবে না।
সুধা বলেন, আমি প্রথম শর্তের ব্যাপারে রাজি হয়ে যাই। দ্বিতীয়টার ব্যাপারে রাজি হবো কি, ক্যান্টিন এতোটাই খারাপ ছিল যে, ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না।
‘তিন নম্বর শর্তেও আমি রাজি হই। প্রথম বছর কোনো ছেলের সঙ্গেই কথা বলিনি। কিন্তু দ্বিতীয় বছরে ছেলেরা দেখলো যে, আমি ফার্স্ট হয়েছি, তখন ওরাই আমার সঙ্গে কথা বলতে এলো। ’
টিজারে নিজের সামাজিক সংগঠন ইনফোসিস ফাউন্ডেশন নিয়েও কথা বলেন সুধা। জানান, কীভাবে তিনি দেবদাসীদের জন্য কাজ করেছেন। কীভাবে এ ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত ১৬ হাজার শৌচাগার নির্মাণ করেছেন।
সুধা মূর্তির অনুপ্রেরণামূলক এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী শুক্রবার (২৯ নভেম্বর) সনি টিভিতে কৌন বানেগা ক্রোরপতির এ পর্বটি প্রচারিত হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এইচজে