সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ফাউন্টেইন স্ট্রিটে ঘটেছে এ ঘটনা।
বিস্ফোরণে গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কপাল ভালো বলতে হয় চালকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই গাড়ি থেকে বের হয়ে আসেন চালক। সামান্য আহত হওয়া ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি তার। তবে গাড়ির অবস্থা বেশ খারাপ।
বিস্ফোরণের পর বেশ কিছুক্ষণ সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়। পরে ফায়ার সার্ভসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনার ভয়াবহতা আরও বেশি হতে পারতো বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, আগুনের পাশে দাহ্য পদার্থ, অ্যারোসল বা এয়ারফ্রেশনার রাখার বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
একে