ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

ডিমের ভেতর আরেকটি আস্ত ডিম, ওজন ৩৫০ গ্রাম!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ডিমের ভেতর আরেকটি আস্ত ডিম, ওজন ৩৫০ গ্রাম! বড় ডিমটি ভাঙার পর ভেতরে কুসম ও সাদা অংশ ছাড়াও আরেকটি আস্ত ডিম পাওয়া যায়

সাতক্ষীরা: লেয়ার মুরগির একটি ডিমের ওজন ৩৫০ গ্রাম। ডিমটি ভাঙার পর এর ভেতরে স্বাভাবিক কুসুম ও সাদা অংশ ছাড়াও পাওয়া গেল আরেকটি পূর্ণাঙ্গ ডিম।

অবাক করার মতো এ দৃশ্য দেখা গেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে। ওই গ্রামের মরিয়াম বেগমের খামারের একটি মুরগি ঠিক এমনই একটি ডিম পেড়েছে।

তবে এটাই প্রথম নয়, ১৫ দিন আগে অবিকল আরেকটি ডিম পেড়েছিল ওই খামারের মুরগি। তখন সেটির ওজন হয়েছিল ৩০০ গ্রাম। ওই ডিমের ভেতরেও কুসুম ও সাদা অংশসহ আরেকটি পূর্ণাঙ্গ ডিম ছিল।

কুলতলীর মরিয়াম বেগম জানান, তার খামারে বর্তমানে সাড়ে ৫০০ ডিম পাড়া লেয়ার মুরগি রয়েছে। সোমবার দ্বিতীয় দিনের মতো খামারের মুরগি একটি বড় ডিম পাড়ে। ডিমটি মেপে ওজন পাওয়া যায় ৩৫০ গ্রাম। যার ভেতরে কুসুম ও সাদা অংশ ছাড়াও আরেকটি পূর্ণাঙ্গ ডিম পাওয়া গেছে।

বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।