ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অফবিট

মাঝ আকাশে যাত্রী খুললেন মাস্ক, ফিরে এলো বিমান 

অফবিট ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
মাঝ আকাশে যাত্রী খুললেন মাস্ক, ফিরে এলো বিমান 

মাঝ আকাশে মাস্ক খুলে ফেলেন এক যাত্রী। তাকে অনেক বলেও সেটা আর পরানো সম্ভব হয়নি।

তাই বাধ্য হয়ে বিমান আবার বিমানবন্দরে ফিরে আসে।  

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে ওই যাত্রীকে কালো তালিকাভুক্ত করেছে বিমান সংস্থাটি।

আমেরিকান এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মিয়ামি থেকে লন্ডনগামী বোয়িং ৭৭৭ বিমানটি ১২৯ জন যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়েছিল। কিন্তু মাঝ আকাশে এক যাত্রী মাস্ক খুলে ফেলেন। শত চেষ্টা করেও তাকে মাস্ক পরাতে পারেননি বিমানকর্মীরা। এরপর বিমান মিয়ামি বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।

নিরাপদেই মিয়ামি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এরপর অভিযুক্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। পরে আমেরিকান এয়ারলাইন্স ওই যাত্রীকে কালো তালিকাভুক্ত করে।  

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বিমানে মাস্ক পরা বাধ্যতামূলক। এ বিষয়ে কোনো ছাড় দেয় না মার্কিন বেসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।