মেঠো পথ ধরে মহিষের পিঠে বসে নির্ভাবনায় গেরস্ত মাঠ থেকে বাড়ি ফেরা গ্রাম বাংলার এক চিরচেনা রূপ। সারাদিন মাঠ থেকে মহিষ চরানোর পর কৃষক যখন ক্লান্ত হয়ে পড়েন।
মহিষ যেনো নিজের পিঠে করে ক্লান্ত গেরস্তকে বাড়ি ফিরিয়ে আনার দায়িত্ব বহন করে। এমনি চিরচেনা রূপ দেখা যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার ওলিনগর গ্রামে। মহিষ চরানোর পর ক্লান্ত গেরস্ত আফিল উদ্দীনি এভাবেই মহিষের পিঠে চড়ে বাড়ি ফেরেন।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসএম