ঢাকা: তরুণ প্রজন্মের ইতিবাচক মননের লেখচিত্র বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ০১ জুলাই, বুধবার এই নতুন ধারার সংবাদ মাধ্যমটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।
অনলাইন পত্রিকার জন্ম বেশি পুরানো না হলেও মানুষ ক্রমশই নির্ভর হয়ে পড়ছে অনলাইনের ওপর। ভাসি খবর আর কেউ পড়তে চায় না। আর এক্ষেত্রে পাঠকের চাহিদা পূরণ করছে বাংলানিউজ...।
বাংলানিউজের মূল্যায়ণে এভাবেই বলছিলেন সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র মিরাজিস সালেহিন সিয়াম।
তিনি বলেন, দেশে অনেক অনলাইন নিউজ পোর্টাল আছে এরমধ্যে বাংলানিউজই সেরা। কারণ যে কোন খবর সবার আগে এবং ভালোভাবে বাংলানিউজ পাঠকের সামনে তুলে ধরে।
গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ বলেন, আশা করি বরাবরের মতো ভবিষ্যতেও বাংলানিউজ ২৪ঘণ্টা সংবাদ বিনোদনের মাধ্যমে আমাদের আপডেট রাখবে। মানুষের ভালোবাসায় বহুদূর এগিয়ে যাবে বাংলানিউজ।
জন্মদিনে বাংলানিউজকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন, রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।
লেখক: বাংলানিউজের গণবিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএ/
** বাংলানিউজেই আমার পরিচিতি
** সাংবাদিকতা শেখা ও করার মুগ্ধতায় বাংলানিউজ
** নিউজম্যানের গল্প