ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

আমার জন্ম | অমিয় দত্ত ভৌমিক

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
আমার জন্ম | অমিয় দত্ত ভৌমিক

আমার জন্ম আর দশজন
সাধারণ মানুষের মতোই,
যারা তিলে তিলে নিজেকে
ক্ষয়ে দিয়েছেন বেঁচে থাকার তাগিদে।

আমার জন্ম আর দশজন
অসাধারণ মানুষের মতোই,
যারা খ্যাতির চূড়ায় পৌঁছেছেন
মেধা ও কর্মের নিরিখে।



আমার জন্ম আর দশজন
‘অসাধারণ’ মানুষের মতোই,
যারা পূর্বসূরীদের পুঁজি করে
সিংহাসনে আরোহণ করেছেন বীরদর্পে।

সবাই পৃথিবীতে আসে একই পথে,
বেড়ে উঠে মায়ের গর্ভে পরম মমতায়।
যেমন করে বেড়ে উঠছিল সুরাইয়া,
তার মা নাজমা বেগমের গর্ভে।

কিন্তু কারা তোমরা?
অনাগত শিশুটিকে হত্যা করতে দ্বিধা করছো না‍!
মাতৃগর্ভে তো তোমরাও ছিলে
পশুত্ব ধারণ করেছো কিভাবে?

আজকাল লোভ বড়বেশি লোভী
আমাদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে পথের বাঁকে।
হয়তো পূর্বসূরীদেরই হাত ধরেই
মনুষত্ববোধ হারিয়ে প্রজন্ম আজ খাদের কিনারে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।