একজন মেয়রকে পৌরবাসীর মনের কথাগুলো বুঝতে হবে। জানতে হবে, তারা কী চান।
প্রসঙ্গক্রমে বলা যায়, ফেনী পৌরসভার সাবেক মেয়র নুরুল আবসারের সময় ফেনী শহরের একাডেমি এলাকায় ২৮ লাখ টাকা ব্যয়ে ফেনী-পরশুরাম-ছাগলনাইয়া বাস টার্মিনাল নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল, ওই তিন উপজেলার মানুষের যাতায়াতের জন্য গাড়িগুলো সদর হাসপাতাল মোড়ে রাস্তার উপর দাঁড়িয়ে না থেকে টার্মিনালে দাঁড়াবে। ফলে রাস্তায় আর বিশৃঙ্খলা বা যানজট হবে না।
কিন্তু দেখা গেলো একটি দিনের জন্যও গাড়িগুলো টার্মিনালে ঢোকেনি। তারা যথারীতি রাস্তায় দাঁড়িয়েই যাত্রী পরিবহন করছে। এতে ‘যে লাউ সেই কদুই’ থেকে যায়। কাজের কাজ কিছুই হয়নি। উল্টো পৌরবাসীর কষ্টার্জিত করের ২৮ লাখ টাকাই পানিতে গেছে বলে আমি মনে করি।
এজন্য বড় প্রকল্পগুলো গ্রহণের আগে সংশ্লিষ্ট উপকারভোগীদের মতামত নিতে পারলে তা ফলপ্রসূ হতে বাধ্য। তাই বলতে চাই, একজন সফল মেয়রকে নাগরিকদের পালস বুঝতে হবে। যিনি যত ভালোভাবে নাগরিকদের মনের কথা বুঝতে পারবেন, তিনি তত সফল মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
আসাদুজ্জামান দারা
ফেনী প্রতিনিধি, দৈনিক কালের কন্ঠ
উপদেষ্টা সম্পাদক, দৈনিক স্টার লাইন
ফেনী।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এএ
** নিরাপদ-বাসযোগ্য পৌরসভা গড়তে দক্ষ মেয়র চান নাসিম
** ডোমারের মামুনের চাওয়া ‘চরিত্রবান’ মেয়র
** নাঈম চান মানুষের স্বার্থ নিয়ে ভাববে এমন মেয়র
** মেয়রের কাছে সামান্যই চাওয়া চাঁপাইনবাবগঞ্জবাসীর
** সৎ ও নিষ্ঠাবান মেয়র চাই, বললেন গোপালগঞ্জের নাসিমুল
** পৌরভবনে হয়রানি নয়
** সুমিত চান দায়িত্বশীল ও প্রতিশ্রুতিশীল পৌর-মেয়র
** মেয়র হতে হবে যোগ্য ও কৌশলী, মত আরিফ রিজভীর
** বাজিতপুর পৌরবাসীর নিরাপত্তা বিধান চান নাসরুল
** জনগণের পাশে থাকার মেয়র চান সীতাকুণ্ডের ইমরান
** শিক্ষিত-দায়িত্বশীল মেয়র চান কটিয়াদীর অমিত
** মেয়র হিসেবে সৎ-দক্ষ ব্যবস্থাপক চান ফেনীর মাইন উদ্দিন
** অলস-অহংকারী মেয়র চান না লাকসামের রবিন
** কেমন মেয়র চাই