ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

রংপুরে ৩ জামায়াত নেতাসহ গ্রেফতার ৪৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
রংপুরে ৩ জামায়াত নেতাসহ গ্রেফতার ৪৮

রংপুর: নাশকতায় জড়িত থাকার অভিযোগে রংপুরের তিন জামায়াত নেতাসহ বিভিন্ন মামলার ৪৮জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার জামায়াত নেতাদের মধ্যে দু’জন হলেন- মিঠাপুকুর উপজেলার বজরুকতাজপুর গ্রামের মৃত আবদুল হকে ছেলে জামায়াত নেতা আবুল হোসেন (৪২) ও শালমারা গ্রামের মৃত খতিব মিয়ার ছেলে মো.শাহাদত হোসেন (৫০)।

সোমবার (১৮ এপ্রিল) ভোরে রংপুর মিঠাপুকুর উপজেলা থেকে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলায় ৬ যাত্রী নিহত হওয়ার ঘটনায় মামলা রয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো.মহিনুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতা ও বাতাসন দুর্গাপুর এলাকায় একটি বাসে পেট্রোল বোমা হামলার অভিযোগে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে আদালতের মাধ্যমে তাদের রংপুর কারাগারে পাঠানো হয়।

এছাড়া পীরগাছার ঘগেয়া তাম্বুলপুর গ্রামের মৃত আছিম উদ্দিনে ছেলে জামায়‍াত নেতা মো. রানু মিয়াকে সোমবার ভোরে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে নাশকতা ও চুরি ডাকাতির ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলার ৪৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) রাত থেকে সোমবার (১৮ এপ্রিল) ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ