ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘ইসলাম জঙ্গি-সন্ত্রাসবাদ সমর্থন করে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
‘ইসলাম জঙ্গি-সন্ত্রাসবাদ সমর্থন করে না’ ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসলাম জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী।

 

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সন্ত্রাসী হমলার পরিপ্রেক্ষিতে ইসলামী ঐক্যজোট আয়োজিত সংবাদ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নেজামী বলেন, ইসলাম এমন একটি ধর্ম যেখানে সন্ত্রাস কিংবা জঙ্গিবাদের কোনো স্থান নেই। এখানে আছে শান্তি আছে মানবতা। মানুষের বিপদে আপদে পাশে থাকাই হলো ইসলাম।

তিনি বলেন, আজ বলা হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় নাকি জঙ্গি বানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো মাদ্রাসা জঙ্গি বানিয়েছে এমন প্রমাণ কেউ দেখাতে পারেননি। আর আশা করছি পারবেনও না।

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা চাই যারা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের যথার্থ শাস্তি হোক। তারা যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক।

সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
এসজে/জিসিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ