ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

আজ একজন ভাসানীর মতো নেতা দরকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
আজ একজন ভাসানীর মতো নেতা দরকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের উন্নয়নে, গণতন্ত্র রক্ষায়, মানুষের হয়ে কাজ করতে আজ আমাদের আজ ভাসানীর মতো একজন নেতা দরকার বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু।

ঢাকা: দেশের উন্নয়নে, গণতন্ত্র রক্ষায়, মানুষের হয়ে কাজ করতে আজ আমাদের আজ ভাসানীর মতো একজন নেতা দরকার বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু।

 

মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি) আয়োজিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রধান অথিতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিলু বলেন, বাংলাদেশকে কিছু স্বার্থান্বেষীমহল সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর  চেষ্টা চালাচ্ছে। তবে দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে সেসব অপশক্তির ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। তাদের এ পরিকল্পনা দেশের মানুষ কখনোই সফল হতে দেবে না।

আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিচারণ করে শওকত হোসেন নিলু বলেন, মজলুম জননেতা হামিদ খান ভাসানীর মতো একজন নেতার আজ আমাদের খুব বেশি প্রয়োজন। আমাদের উচিত তার জীবন আদর্শ থেকে শিক্ষা নেওয়া।

আলোচনা সভায় ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মজলিস ও মহাসচিব মিজানুর রহমান মিজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
এসটি/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ