ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বামমোর্চার সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বামমোর্চার সমাবেশ

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। এলপিজি ব্যবসায়ীদের স্বার্থে গ্যাসের দাম বৃদ্ধির অপচেষ্টা শুধু জনজীবনে নয় বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে অভিযোগ করেছেন মোর্চার নেতারা।

ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। এলপিজি ব্যবসায়ীদের স্বার্থে গ্যাসের দাম বৃদ্ধির অপচেষ্টা শুধু জনজীবনে নয় বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলবে বলে অভিযোগ করেছেন মোর্চার নেতারা।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় গণতান্ত্রিক বাম মোর্চার উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।

গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সাইফুজ্জামান সাকন প্রমুখ।

নেতৃবৃন্দ পানি ও গ্যাসের মূল্য বৃদ্ধির নিন্দা জানিয়ে বলেন, গ্যাস উত্তোলনকারী প্রত্যেকটি প্রতিষ্ঠান যখন লাভজনক অবস্থায় আছে, তখন কোনো যুক্তিতেই মূল্যবৃদ্ধির প্রস্তাবনা আসতে পারে না। সরকারের বেপরোয়া লুটপাট ও দুর্নীতির অর্থ যোগান দিতে জনগণের পকেট কেটে মূল্য বৃদ্ধি করতে চাইলে সব প্রগতিশীল সংগঠনকে সম্পৃক্ত করে গণআন্দোলন গড়ে তোলা হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে লাখ লাখ শ্রমজীবী মেহনতি জনগণের ওপর নেমে আসবে নিদারুণ অর্থনৈতিক চাপ। কেননা গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে সাথেই বৃদ্ধি পাবে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়াসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য।

জনগণের দুর্দশার দিকে ভ্রুক্ষেপ না করে এলপিজি ব্যবসায়ীদের একতরফা মুনাফার স্বার্থে গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে সরকার, অভিযোগ করেন জোনায়েদ সাকি।

গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, লুটপাটের সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণকেই জিম্মি করতে চাইছে। সরকারের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া হবে না।

গণতান্ত্রিক বামমোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করলে সাথে সাথে বাংলাদেশের উৎপাদন ও রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ