বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের কলা ভবন থেকে বিজ্ঞান ভবন হয়ে শান্ত চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মেহরাব আজাদ বলেন, দেশের জনগণের কথা বিবেচনা না করে পুঁজিপতি ও ভারতের স্বার্থে সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মধ্যে দিয়ে এ বনকে ধ্বংসের আয়োজন করছে সরকার।
তিনি আরও বলেন, চীন, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকার মতো উন্নত দেশগুলো জনগণের স্বাস্থ্য ও পরিবেশের কথা বিবেচনা করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিচ্ছে। ঠিক সেই সময় সুন্দরবনের মতো স্পর্শককাতর জায়গায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার।
এসময় জবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন, জবি শাখা ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি মুজাহিদ অনিক প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ থেকে বক্তারা সবাইকে স্বতঃস্ফূতভাবে হরতালে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
ডিআর/ওএইচ/এসএইচ