শুক্রবার (২৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
সাবেক এই মন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর গঠিত সার্চ কমিটি মেনে নেওয়া এখন নৈতিক দায়িত্ব।
ইতোমধ্যে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে।
নাজমুল হুদা আশা প্রকাশ করে বলেন, ঘোষিত কমিটি সব দলীয় চিন্তা-চেতনার ঊর্ধ্বে উঠে, সততা ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলসমূহের সুপারিশের আলোকে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সমর্থ হবে বলে জাতি আশা করে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
আইএ