বুধবার (১৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
পদ্মাসেতুর অর্থায়ন বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।
শেখ শওকত হোসেন নিলু বলেন, পদ্মসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন মুখ্য ছিল না। মুখ্য ছিল বাংলাদেশের মযার্দা ক্ষুণ্ন করা। আর এ ষড়যন্ত্রে বিশ্বব্যাংকের সে সময়ের প্রেসিডেন্ট জিম ইয়াং কিংকে সহযোগিতা করেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস।
একটি দেশি-বিদেশি কুচক্রী মহল পদ্মাসেতু বাস্তবায়ন হোক তা চায়নি উল্লেখ করে তিনি বলেন, সেই জন্য মেয়াদ শেষ হওয়ার ২৪ ঘণ্টা আগে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিং ব্যাংকের কাযর্করী পরিষদের অনুমোদন ছাড়াই পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেন।
ওই সময় পদ্মাসেতুতে দুর্নীতির কোনো সুযোগ ছিল না উল্লেখ করে শেখ শওকত হোসেন নিলু বলেন, তখন পদ্মাসেতুর কাজই শুরু হয়নি। টাকাও ছাড় হয়নি। তাই ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি; ভবিষ্যতে কেউ যেন এ ধরনের চক্রান্ত করার সাহস না পায়।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন তৃণমূল ন্যাপের চেয়ারপারসন পারভীন খান ভাসানী, কো-চেয়ারম্যান হামিদুর রহমান খান পরশ ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, মহাসচিব মিজানুর রহমান মিজু, বাংলাদেশ মুসমিম লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ আতিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান, মহাসচিব সৈয়দ রফিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাই সরকার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এজেড/এএটি/এএ