ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

৮০ শতাংশ ভাড়াটিয়া বাড়ি মালিকদের হাতে জিম্মি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
৮০ শতাংশ ভাড়াটিয়া বাড়ি মালিকদের হাতে জিম্মি বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন গণমোর্চা- ছবি: কাশেম হারুন

ঢাকা: বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ‘আইন ১৯৯১’র বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন গণমোর্চার নেতারা।

রোববার (১৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে তারা এ দাবি জানান।

এ সময় সংগঠন জাগো বাঙালির চেয়ারম্যান মেজর (অব.) ডা. হাবিবুর রহমান বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ‘আইন ১৯৯১’র পুর্নবাস্তবায়ন না হওয়াতে দেশের ৮০ শতাংশ ভাড়াটিয়া বাড়ি মালিকদের হাতে জিম্মি।

তারা বিভিন্ন সময় নির্যাতনেরও শিকার।

তিনি বলেন, এই আইনের বাস্তবায়ন না হওয়াতে দেশের বিভিন্ন শহরের ভাড়াটিয়াদের জীবনের ন্যুনতম স্বাচ্ছন্দ্য নেই। তাই আমরা সরকারে কাছে জোর দাবি জানাচ্ছি- ভাড়াটিয়াদের কথা চিন্তা করে দ্রুত ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করুন। না হলে দেশের নির্যাতিত ভাড়াটিয়ারা রাজপথে নেমে আসবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, ভারপ্রাপ্ত মহাসচিব তোজাম্মেল হক তাজিম, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির সভাপতি হোসেন খান লিটন, নাগরিক অধিকার পার্টির চেয়ারম্যান দুলাল সাহা ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সভাপতি গাজী একরামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
এমএ/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ