শনিবার (২৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা জেএসডি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
আবদুর রব বলেন, ‘ছাত্ররা চেয়েছিলো কোটা সংস্কার, আর সরকার দ্রুত কোটা বাতিল করার ঘোষণা দিয়ে ক্ষমতা রক্ষা করেছে।
তিনি বলেন, ‘ভোটারবিহীন নির্বাচন, দুর্নীতি আর গুম-খুনের বিরুদ্ধে যেকোনো সময় ছাত্র-জনতা মিলে গণঅভ্যুত্থান ঘটাতে পারে। জাতীয় রাজনৈতিক নেতৃত্বের চেয়ে ছাত্ররা আরও বেশি অগ্রগামী তা আবার প্রমাণিত হয়েছে। কোটা সংস্কার প্রশ্নে সরকার চাতুরতা আশ্রয় নিলে ছাত্র-জনতা তা মেনে নেবে না। ’
জেএসডি নেতা মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেএসডি সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সহ-সভাপতি মিসেস তানিয়া রব, আবদুল জলিল, অধ্যক্ষ মনছুরুল হক, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
এসআর/জিপি