ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি বাম গণতান্ত্রিক জোটের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি বাম গণতান্ত্রিক জোটের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি বাম গণতান্ত্রিক জোটের

ঢাকা: মিরপুর ৭ নম্বর সেকশনের চলন্তিকা মোড়ের পাশে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা অগ্নিকাণ্ডে ভস্মীভূত এলাকা পরিদর্শনকালে সরকারের কাছে এ দাবি তুলে ধরেন।  
 
তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকেই।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করার প্রতিও জোর দেন নেতারা।
 
নেতৃবৃন্দ বলেন, অগ্নিকাণ্ডের  ঘটনার পেছনে বস্তিবাসীদের উচ্ছেদ করাই উদ্দেশ্য কি না সেই বিষয়টিও তদন্ত করে দেখতে হবে।  
 
এ সময় উপস্থিত ছিলেন, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা আব্দুস সাত্তার, খালেকুজ্জামান লিপন,  সাজেদুল হক রুবেল,  সীমা দত্ত,  ডা. মুজিবুল হক এবং মামুন কবির।
 
বাংলাদেশের সময়: ০০৪০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
আরকেআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ