ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

নুরের ওপর হামলায় ড. কামালের নিন্দা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
নুরের ওপর হামলায় ড. কামালের নিন্দা ড. কামাল হোসেন ও নুরুল হক নুর, ফাইল ফটো

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বুধবার (১৮ ডিসেম্বর) গণফোরাম থেকে পাঠানো বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

তাতে ড. কামাল হোসেন বলেন, নতুন নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে ভারতজুড়ে চলমান আন্দোলন ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর ভারতীয় পুলিশের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডাকসু ভিপি নুর সংহতি ও প্রতিবাদ সমাবেশে অংশ নিলে তার ওপর হামলা চালায় ছাত্রলীগ।

হামলায় নুরসহ কয়েক ছাত্র আহত হন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে অবিবেচক হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

এর আগে সকালে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াও এ ঘটনার নিন্দা জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ