ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি

ঢাকা: ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সাধারণ সম্পাদক রেজা কিবরিয়ার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।

তবে কমিটিতে রাখা হয়নি পুরোনো কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও সুব্রত চৌধুরীকে।

এছাড়া বেশ কয়েকজন প্রেসিডয়াম সদস্যও এই কমিটিতে নেই।

এর আগে গত ৫ মার্চ গণফোরামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। ওই দিন ড. কামাল হোসেনকে সভাপতি ও রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল।

নব-গঠিত কমিটির অন্য সদরা হলেন, মােকাব্বির খান, আওম শফিক উল্লাহ, আব্দুল আজিজ, মহসিন রশীদ, এএইচএম খালেকুজ্জামান, শান্তিপদ ঘােষ, মাে. জানে আলম, সগির আনােয়ার, সুরাইয়া বেগম, সেলিম আকবর, মােশতাক আহমেদ, ড. মাহবুব হােসেন, ড. মাে. শাহজাহান, আবদুর রহমান জাহাঙ্গীর, মেসবাহউদ্দীন আহমেদ, ডা. মাে. মিজানুর রহমান, এনামুল হক (যুক্তরাজ্য), ফরিদা ইয়াছমীন, মুজিবুল হক, মাে. মীর্জা হাসান, আইয়ুব করম আলী, হিরণ কুমার দাস মিঠু, আনসার খান, মাে. ইসমাইল, এম শফিউর রহমান খান বাচ্চু, রবিউল ইসলাম তরফদার রবিন, আবুল কালাম আজাদ ছােটন, রতন ব্যানার্জী, আবুল হােসেন জীবন, হারুনুর রশিদ তালুকদার, এসএম শাফি মাহমুদ, লিংকন চৌধুরী, আমজাদ হােসেন চৌধুরী।

ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, দেলােয়ার হােসেন চুন্ন, আমিরুল ইসলাম, ডা. ইকরাম মাে. ইসহাক, প্রিন্সিপাল আবদুল আজিজ, মােশারফ হােসেন তালুকদার, মাে. মিজানুর রহমান, ডা. খলিলুর রহমান, আনােয়ার হােসেন মহব্বত খান, নীলিমা বড়ুয়া, বাবুল কান্তি মজুমদার, মােহাম্মদ আলী লাল, ডা. মাে. জাহাঙ্গীর আলম, আব্দুর রশিদ মাখন, মাে. মহিউদ্দিন মাস্টার, মােমেনা আহমেদ মুমু, গীতা সেন, সাগরিকা ভদ্র, মামুনুর রহমান, ময়নুল ইসলাম রাজা, মতিয়ার রহমান খান, আজিজুর রহমান মজনু, রােজিনা চৌধুরী, নিলুফার ইয়াছমিন, শাপলা সায়ফুল আলম, দুলাল আব্দুল ওয়াহাব, মােঃ জাহাঙ্গীর হাসান, মাে. আবু কায়ছার, সিএ আলী নূর খান বাবুল, মাহফুজ আকরাম, মাে. লিয়াকত আলী, চৌধুরী আব্দুল হাকিম, মিয়া শাহ মাে. নুরুজ্জামান, তওফিকুল ইসলাম পলাশ, শরিফুল ইসলাম সজল ও মাে. জহিরুল ইসলাম।

জানতে চাইলে সুব্রত চৌধুরী বাংলানিউজকে বলেন, গত ১০ মাস ধরে রেজা কিবরিয়া অগণতান্ত্রিকভাবে কাজ করছেন। আমিসহ অনেকেই এই কমিটিতে নেই। এ বিষয়ে আপাতত কোনো কমেন্টস করতে চাই না।

নতুন দল করবেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা পরে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ