ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

গার্মেন্টস শ্রমিকদের জীবন নিয়ে কে খেলছে: সেলিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২০
গার্মেন্টস শ্রমিকদের জীবন নিয়ে কে খেলছে: সেলিম মুজাহিদুল ইসলাম সেলিম

ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের জীবন-মরণ নিয়ে মারাত্মক এ খেলা কে খেলছে তা জানতে চাই বলে প্রশ্ন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

শনিবার (৪ এপ্রিল) সিপিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ প্রশ্ন করেন।

কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, করোনা মহামারির কারণে সরকার 'লক ডাউন' ঘোষণা করে দেশের সব নাগরিককে বাসায় থাকতে বলছে।

রাস্তায় বের হলে গরীব রিক্সাচালককে পিটিয়ে তার রিক্সা ভেঙে দেয়া হচ্ছে। বৃদ্ধ দিনমজুরকে কান ধরে উঠবস করানো হচ্ছে। প্রধানমন্ত্রী রপ্তানিমুখী শিল্পের ( যার প্রধান আংশ হলো গার্মেন্টস শিল্প ) শ্রমিক-কর্মচারীদের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন। (আমরা অবশ্য এ বাবদ ২৫ হাজার কোটি টাকা দিতে বলেছি)। গার্মেন্টস শ্রমিকদের ১ মাসের বেতনসহ ছুটির দাবিও করা হয়েছে। ১১ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটিও ঘোষণা করেছে।

তিনি আরও বলেন, 'লক ডাউন' চলা অবস্থায় গার্মেন্টস কারখানা খুলে দেওয়ায় গ্রামে চলে যাওয়া শ্রমিকদেরকে এখন গাদাগাদি করে, পায়ে হেঁটে কর্মস্থলে ফিরতে হচ্ছে। তাদেরকে এখন গাদাগাদি করে থাকতে হবে, কারখানায় যেতে হবে, সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ডিউটি করতে হবে। ফলে 'করোনা' মহামারি আকারে ছড়িয়ে পড়ার বিপদ মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। এর ফলে শ্রমিকদের জীবনের পাশাপাশি অগনিত দেশবাসীর জীবনাশঙ্কা সৃষ্টি হবে। এর দায় তাদেরকেই নিতে হবে যারা গার্মেন্টস কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সেলিম আরও প্রশ্ন করে বলেন, দেশের ৫০ লাখ গার্মেন্টস শ্রমিককে যদি এক মাসের স্ববেতন ছুটি দেওয়া হয়,  সেজন্য ছয় হাজার কোটি টাকা মজুরি ধরলেও মোট তিন হাজার কোটি টাকা প্রয়োজন। তার চেয়ে বেশি টাকা তো প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়ে রেখেছেন। তাহলে কারখানা খুলে দিয়ে শ্রমিক ও দেশবাসীকে 'করোনার' বিপদে নিক্ষেপ এবং করোনা ভাইরাস বিস্তারের বাহন কেন করা হলো?

বাংলাদেশ সময়: ০৪১০ ঘণ্টা, এপ্রিল০৫, ২০২০ 
আরকেআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ