মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম আশঙ্কা প্রকাশ করেন।
বিবৃতিতে তারা বলেন, নকল মাস্ক সরবরাহের দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িতদের অপসারণ দাবি করছি।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছে, মন্তব্য করে তারা বলেন, এদেশের জনগণ আপনাদের এই ভয়াবহ দুর্নীতি এবং মিথ্যাচার কখনও মেনে নেবে না। সময় এসেছে ভাঁওতাবাজি ও দুর্নীতির জবাবদিহি করার। জনগণের আদালতে অচিরেই এসব দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি হতে হবে।
তারা আরও বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে না উঠলে জাতির অস্তিত্ব বিপন্ন হবে। করোনার মধ্যে বিদেশিরা দ্রুত দেশ ত্যাগ করা চরম সংকটময় পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। করোনা সংকটের ভয়াবহতা এবং এর স্বরূপ উপলব্ধি করতে ব্যর্থ হওয়ায় সরকার দলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে এ সংকট মোকাবিলা করতে চাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এমএইচ/টিএ